বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি এমপি প্রার্থী রনজিত সরকারের বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি এমপি প্রার্থী রনজিত সরকারের বিনম্র শ্রদ্ধা

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে।
বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জানানো হয় অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, বিপ্লবী সাধারণ সম্পাদক অমল কর,সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, সাবেক চেয়ারম্যান ভোরহান উদ্দিন আওয়ামী লীগ সদস্য সেলিম আখন্জি, আজিজুল হক,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মেম্বার প্রমুখ।