নিহত,আহত শ্রমিকদের ক্ষতিপূরণে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর বিবৃতি

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

নিহত,আহত শ্রমিকদের ক্ষতিপূরণে সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর বিবৃতি

ভাটির কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজার স্টিল বডি ও বারকি নৌকার সংঘর্ষে ২ জন শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে জীবন মরন স্বন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার সন্ধ্যা ৬ঘটিকার সময় উপজেলার চিকসা গ্রামের শ্রমিকগন কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এসময় অপরদিক থেকে আসা স্টিলবডি-টি বারকি নৌকায় ধাক্কা দেওয়ায়, ২ জনশ্রমিক পানিতে নিখোঁজ হন। এবং ৩ জন গুরুতর আহত হন।

এদিকে আহত হওয়ার ঘটণায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপুরণের দাবি জানিয়ে বিবৃতি প্রধান করেছেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ ।

উল্লেখ্য যে, তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের নিহত, আহতরা হলেন,নুরুল আমিন (২৫)পিতা আব্দুল কাইয়ুম, .এবং সামায়ুন কবির ২৭-পিতা আব্দুছ শহিদ নিহত ও আহতরা হলেন আব্দুল ওয়াহিদ ৪৮পিতা:- আব্দুল মান্নান, আব্দুল ওযুদ ৪৩পিতা আতর আলী, মনির২৬পিতা:- আব্দুর

এ সংক্রান্ত আরও সংবাদ