মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ মেরামতের লক্ষে কৃষকদের নিয়ে গণশুনানি

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ মেরামতের লক্ষে কৃষকদের নিয়ে গণশুনানি

এম এ মান্নান মধ্যনগর প্রতিনিধি)

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৩ টি ইউনিয়নের হাওর রক্ষা বাঁধের মেরামতের লক্ষ্যে কৃষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর রবিবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত পর্যায়ক্রমে নিজ নিজ পরিষদের কার্যালয়ে তিনটি গণ শুনানি অনুষ্ঠিত হয়। এতে চামরদানী ,মধ্যনগর সদর ও দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের গণশুনানি হয়েছে। ২০২৩-২০২৪অর্থ বছরের হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্ৰস্ত বাঁধ মেরামত সংস্কার পুনঃসংস্কার স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়নের সভাপতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, মধ্যনগর পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ নুরে আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু , আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী , প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান , নির্বাহী সভাপতি আতিক ফারুকী,ইউপি সদস্য সুমন বর্মন প্রমুখ। এসময় বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধের কাজ করতে পানি উন্নয়ন পাউবোর নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করার ও নিজ নিজ এলাকার কৃষক দিয়ে পিআইসি করার অনুরোধ জানান। এবং পরিশেষে প্রকল্প বাস্তবায়ন সভাপতি সুন্দর ও সুষ্ঠু ভাবে যথা সময়ে কাজ শেষ করার আশ্বাস দেন।

এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২
০৩/১২/২৩

এ সংক্রান্ত আরও সংবাদ