প্রধানমন্ত্রীর ঘর পেয়ে উচ্ছাসিত ২০ টি পরিবার, চেয়ারম্যান আজাদ হোসেন

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে উচ্ছাসিত ২০ টি পরিবার, চেয়ারম্যান আজাদ হোসেন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:

হাওরাঞ্চলে বসবাসরত হত দরিদ্র মানুষ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন উচ্ছ্বসিত। এক সময় জরাজীর্ন ঘরে বসবাসকারী মানুষ যাদের নুন আনতে পানতা ফুরাতো সেই মানুষগুলো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পেয়েছেন নতুন পাকা বাড়ি। এযেন তাদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। এখন তারা নিজ ঘরে থেকেই বিভিন্ন কাজ করতে পারবে । আমাদের এই এলাকার মানুষ অধিকাংশই দরিদ্র, তারা পাকা ঘর পাবে এটা ছিল তাদের স্বপ্ন।তাদের সেই স্বপ্ন পুরন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।চেয়ারম্যান আজাদ হোসেন বলেন আমার ইউনিয়নের দরিদ্র মানুষগুলোকে প্রধানমন্ত্রী নতুন ঘর উপহার দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

০১ লা ডিসেম্বর রোজ শুক্রবার বালিজুরি ইউনিয়নের ২০ টি দরিদ্র পরিবারের কাছে তাদের নতুন ঘরের দলীল এবং চাবি হস্তান্তর করেন বালিজুরি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেন।

ঘরের দলিল এবং চাবি হস্তান্তরের সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী আমজাদ হোসেন,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কামরুল হাসান,ছাত্রলীগ নেতা রাইবুল ইসলাম,হিরন মিয়া প্রমুখ