মাও: মঈনউদ্দীন এর মৃত্যুতে শোক প্রকাশ করেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন 

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

মাও: মঈনউদ্দীন এর মৃত্যুতে শোক প্রকাশ করেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন 

ভাটির কণ্ঠ ডেস্ক :  সুনামগঞ্জ-সিলেট সড়কের ওয়েজ খালীতে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের শাহ মিলন (র.) দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর ধর্ম বিষয়ক সম্পাদক মাও মঈন উদ্দিনের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের মাঝে শোক জানিয়েছেন পরিবেশ রক্ষা আন্দোলনোর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাই।

জানা যায়, পৌর শহরের শহরতলির ওয়েজখালী এলাকায় জেলা আনসার ভিডিপি অফিসের পাশে গাছ, কাঠ বোঝাই একটি লরি পেছন দিক থেকে চালিয়ে সড়কে ওঠছিল। এসময় সুনামগঞ্জ শহরের দিকে আসতে থাকা মোটর সাইকেলটি দ্রæতগতিতে এসে লরির সঙ্গে সংঘর্ষ বাঁধে। মোটর সাইকেলে থাকা মাওলানা মঈনুদ্দিন ১০-১৫ গজ দূরে গিয়ে বিদ্যুতের পিলারে গিয়ে ছিটকে পড়েন। তখন ওয়েজখালীর স্থানীয় লোকজনে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঈনুদ্দিন (৪০)সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামের মাওলানা শফিকুল ইসলামের ছেলে।

এসময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, দুজন লোক মৃত অবস্থায় মাওলানা মঈনুদ্দিনকে জরুরি বিভাগে এনে রেখে চলে যায়।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,লরি, মোটরসাইকেল সংঘর্ষে মঈনুদ্দিনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ পোস্টমর্ডামের ব্যবস্থা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ