প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ নভেম্বর সকালে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের স্কুল ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। স্কুলের ৫৮৩ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোটে অংশ নেন। এতে সাধারণ সদস্যের চারটি পদের বিপরীতে সাতজন ও সংরক্ষিত একজন মহিলা সদস্য পদের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে সাধারণ সদস্য জিয়াউর রহমান ৩১৮ ভোট পেয়ে প্রথম,মো.নজরুল ইসলাম ২৮৫ ভোট পেয়ে দ্বিতীয় ,মো.আইয়ুব আলী ২২৮ ভোট পেয়ে তৃতীয়,জামাল হোসেন ২২৭ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন।সংরক্ষিত মহিলা সদস্য পদে মোছা.মমতা বেগম ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পম্পি বানাই পান ২২৭ ভোট।
বিকেল ৬টায় ভোট গননা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল কবির এই ফলাফল ঘোষণা করেন।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯১১৬৫২
৪.১১.২০২৩
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest