জাতীয় যুব দিবসে সদর উপজেলায় শ্রেষ্ট সংগঠক হিসেবে সম্মাননা পেলেন শাহ আলম

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

জাতীয় যুব দিবসে সদর উপজেলায় শ্রেষ্ট সংগঠক হিসেবে সম্মাননা পেলেন শাহ আলম

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১ নভেম্বর (বুধবার) যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহনুর আলমের সভাপতিত্বে কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী সমন্বয়কারী শওকত শামীম উছমান, প্রশিক্ষণার্থী মোহাম্মদ নুর উদ্দিন, জেলা যুব প্রতিনিধি মোঃ শাহ আলম, সফল আত্নকর্মী মাও. মোহাম্মদ আবিদুর রহমান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম প্রমূখ।

আলোচনার শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করীম নিজ হাতে সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায় জেলা যুব প্রতিনিধি ও ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা তুলে দেন। এসময় সফল সংগঠন কোনাপাড়া সংগঠন এবং জেলা পর্যায় সফল সংগঠক কাজী মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রত্যাশা যুব সংঘের সভাপতি আফাজ মনি, সফল আত্নকর্মী তৃষ্ণনা আক্তার রুশনা, দিরাই উপজেলার সামাজিক সংগঠন এভারগ্রীণ মুক্ত ‍যুব সংঘকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ