শাল্লায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

শাল্লায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

মোঃ তারেক মিয়া,শাল্লা প্রতিনিধি :

” স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে যুব সমাবেশে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের সফল হওয়ার গল্প ও কি ভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় এরেই ধারাবাহিকতা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১ নভেম্বর) শাল্লা উপজেলা যুব দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আবু তালেব মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান , সঞ্চালয়না ছিলেন উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, মোঃ মনির হোসেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে যুব সমাজ। তাই যুবদের সচেতন থাকতে হবে। বিভিন্ন ক্যাটাগরি সরকারি বেসরকারি প্রশিক্ষণ নিয়ে নিজেকে আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা গরু পালন করতে পারেন, হাঁস মুরগি পালন করতে পারেন, সবজি চাষ করতে পারেন, তাছাড়া ড্রাইভিং কাজ, শীপের কাজ শিখে বিদেশে গিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। সেজন্য সবাইকে প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তাহলেই একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে । তাছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ তারেক মিয়া, সফল উদ্যোক্তা আব্দুল খালেক ও যুব নারী – পুরুষ প্রমূখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ