প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধিঃ আজ সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া প্রচারনা দুপুর ২.৩০ ঘটিকায় শেষ হয়। জেলা শহরের সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে শুরু হওয়া প্রচারনা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী পৌর কলেজ, এইচ.এমপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বুলচান্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শেয় হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ বলেন- আমি মনে করি- বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানা দেশপ্রেমের অংশ। সেই ইতিহাস সম্পর্কে জানার জন্যেই সাধারণ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বায়োপিক “মুজিব: একটি জাতির রুপকার” দেখাটা খুবই জরুরী। এ থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে।
এই প্রচারনায় অংশ গ্রহণ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাঈদ আপন, কাউসার আহমেদ, লায়েছ আহমেদ, শেখ অলি আহমদ, সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব ও জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ আহমদ, সাইফুল ইসলাম, সামসুল হক, পলাশ, উবায়েদ, তাওহীদ, আকেফ, মুনতাছির হাসান,রাজীব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest