প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩
মোঃ তারেক মিয়া শাল্লা প্রতিনিধি:
“শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে র্যালী,আলোচনা,পুরষ্কার বিতরনী ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ অক্টোবর বুধবার ১১টায় উপজেলা গণমিলনায়তনে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন করা হয়।
এর আগে গতকাল শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সজীব হাওলাদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবু রায়হান,বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস,শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মাহমুদ দুলাল,গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest