সুনামগঞ্জে রাজনৈতিক দলগুলোর সম্প্রীতির প্রত্যাশায় আলোচনা সভা 

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

সুনামগঞ্জে রাজনৈতিক দলগুলোর সম্প্রীতির প্রত্যাশায় আলোচনা সভা 
জাকিয়া সুলতানা, সুনামগঞ্জ :
মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট রিজিওনাল অফিসের সার্বিক সহযোগিতায়  রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর বারোটায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হল রুমে মাল্টিপার্টির সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আবু নাসের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র  রিজিওনাল ম্যানেজার, মো: নাইমুর রহমান এবং সিলেট রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম।
এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামসুন্নাহার শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, বিএনপির সহ সভাপতি নাদির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নীগার সুলতানা কেয়া, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোঃ কাওছার, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী, বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা,প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ফৌজিআরা শাম্মী, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী বাবলি, কৃষকলীগের আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সৈয়দা রুমা নাসের,আকসা জেবিন, ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন,সহ আওয়ামী লীগ, বিএনপি,জাতীয়পার্টির নেতা নেতৃবৃন্দ।
এসময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত কাউসার বলেন, আমাদের সুনামগঞ্জে আন্দোলনটা বন্ধুত্ব পূর্ণ ভাবেই শুরু হয়েছে। সুতরাং, এই শহরে কোন হাঙ্গামা, দাঙ্গা সংঘটিত হবেনা এবং হওয়ার সুযোগ নেই। তিনি আবারো আওয়ামী লীগের বিজয়ের প্রত্যাশা করেন। এবং জনগন আওয়ামী লীগের সাথে রয়েছে বলেই ব্যক্ত করেন।
জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলছি আমরা জাতীয়ভাবে বিচ্ছিন্ন।আমরা সোহার্দ্যসম্পন্ন নই।বিদেশীরা এসে বিএনপি, আওয়ামী লীগের সাথে বসছে। শুধু তাই নয় বিশ্ববাসী বাংলাদেশের দিকে থাকিয়ে রয়েছে।
এসময় এড: শাহানা রব্বানী বলেন, সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির শহর। আমরা বিশ্বাস করি,যারাই ক্ষমতাই আসুক আমরা এই শহরে সকলেই মিলেমিশে বাস করবো। তিনি ডেমোক্রেসির ভূয়সী প্রশংসা করেন, রাজনৈতিক সম্প্রতী ও সোহার্দ্যোপূন্য সম্পর্ক বজায় রাখতে তারা ভালো করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ