চীনা ঋণের আওতায় জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে সেমিনার

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

চীনা ঋণের আওতায় জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে সেমিনার

ভাটির কণ্ঠ ডেস্ক : সুনামগঞ্জে ‘আমাদের ঋণের বোঝা : বিআরআই’ একুশ শতকের সিল্ক রোড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপকুলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট (বিডবি্লউজিইডি)’র উদ্যোগে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিষয়ক’ সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

১৬ অক্টোবর সকাল ১১টায় শহরের লতিফা কনফারেন্স হলে উন্নয়ন সংস্থা হাউস, সুজন, ক্লিন ও বিডব্লিওজিইডি’র আয়োজনে
সুজনের নির্বাহী পরিচালক বাবু নির্মল ভট্রাচার্যের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোদাচ্ছির আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি জসিম উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সুনামগঞ্জ খামারী সংঘের যুগ্ম আহবয়ক জাহির উদ্দিন,নারীপক্ষ জেলা সভাপতি ও নারী সাংবাদিক জাকিয়া সুলতানা, সাংবাদিক আমিনুল হক, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃঞ্চা আক্তার রুশনা,দ্বিপাল ভট্রাচার্য, যুব নেতা বাবলু মিয়া সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,চীনা ঋণের সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। চীনা ঋণের আওতায় জীবাশ্ম জ্বালানিতে সকল বিনিয়োগ বন্ধ করতে হবে। বাস্তবায়িত প্রকল্পে পরিবেশ প্রতিবেশ মানবাধিকার শ্রমাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত, নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করার লক্ষে বিনিয়োগ করতে হবে। জীবাশ্ব জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করতে হবে। শুধু চীন নয় যেকোন দেশের ঋণে বাস্তবায়িত প্রকল্প সমুহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি করেন। একই সাথে কয়লা ও গ্যাস ভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের গুরুত্ব আরোপ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ