ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

ধর্মপাশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধর্মপাশা প্রতিনিধ: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবছর পতিপাদ্য ছিল ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। এ বিষয়ে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র অর্থায়নে, পারি’র ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সৌজন্যে, দুর্যোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এর আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ।

এনিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম, পারি’র সিডিও কর্মকর্তা
বিদ্যুৎ মাংসাং, প্রশান্ত চাকমা প্রমুখ।

এছাড়াও দিবসটি পালিত হয়েছে উপজেলার জয়শ্রী ইউনিয়নে। এর আয়োজন করেন, দরিদ্র জনগোষ্টির জীবন-জীবিকা বহুমূখী করণ ও জলবায়ু সহনশীল প্রকল্প। কারিতাস ময়মনসিংহ অঞ্চল।