সুনামগঞ্জে শত বাঁধা পেরিয়ে সফল পাঁচ নারী পেলেন জয়িতা পুরস্কার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

সুনামগঞ্জে শত বাঁধা পেরিয়ে সফল পাঁচ নারী পেলেন জয়িতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলায় ৫ ক্যাটাগরিতে সফলতা অর্জনে ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট ইফতেশাম প্রীতি সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

জেলা পর্যায়ে নির্বাচিত ৫ ক্যাটাগরীতে ৫জন জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে হামিদা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মোছাম্মত সেলিনা বেগম, সফল জননী নারী ক্যাটাগরীতে বেগম হাজেরা হাশেম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে মমতা রানী চন্দ এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে মিতারা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ; অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক; মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক এ জে এম রেজাউল আলম, জেলা পরিষদের সদস্য ও তৃনমুল নারী উদ্যুক্তা সোসাইটির সভাপতি নারী নেত্রী ফৌজিয়ারা বেগম শাম্মি, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্যে, নারী নেত্রী ও বিভাগীয় জয়িতা পুরস্কারপ্রাপ্ত ফারহানা আক্তার ইমা, কাউন্সসিলর ছামিনা চৌধুরী সহ
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাশ সহ প্রমুখ।

এ সময়ে নবনিযুক্ত জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ জেলায় যোগদান করেই আমি যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি তা হলো শিক্ষার হাড়টা কম। নারীরা যত শিক্ষিত হবেন তত আমাদের সমাজ এগিয়ে যাবে। নেপোলিয়ন একটি কথা বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দেন আমি একটি শিক্ষিত জাতী উপহার দিবো। বাংলাদেশের সকল ভালো কাজে নারীদের অংশ গ্রহণ রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সকল কাজের সাথে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন। তার স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সরকারের সকল সুবিধা মানুষ ঘরে বসে কিভাবে পেতে পারে তার জন্য তিনি কাজ করছেন। এখন থেকে আপনারা যে কোন সহযোগিতার জন্য ৩৩৩, ৯৯৯ তে কল দিয়ে সহযোগিতা পেতে পারেন। আসুন নারী পুরুষ সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

আলোচনা সভা নবনিযুক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।