প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
মোঃ শাহ আলম: ১৭ সেপ্টেম্বর (রবিবার) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং এফআইডিভি’র সূচনা কর্মসূচি সুনামগঞ্জ-এর সহযোগিতায় ইউপির মিলনায়তন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভৌগোলিক অবস্থানগত কারণে সুনামগঞ্জ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। কর্মশালায় অতি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে প্রতি বছর সুনামগঞ্জে যে ব্যাপক প্রাণহানী ও অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় তার চিত্র তুলে ধরা হয়। কৃষি প্রধান এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় পূর্ব প্রস্তুতি ও করনীয় বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
জাহাঙ্গীরনগর ইউপির চেয়ারম্যান জনাব রসিদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন এফআইডিভি’র টেকনিক্যাল অফিসার জনাব সাজিদ মিয়া, এড. মো: শাহ আলম, বিশিষ্ট্য সমাজসেবক মোঃ শাহনুর মিয়া, জনাব সাদিকুর রহমান, জনাব আব্দুল ওয়াদুদ মুমি প্রমুখ।
কর্মশালায় সমাজের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত সদস্য বৃন্দ যথাক্রমে মোছা: পিয়ারা খাতুন, মোছা: আনোয়ারা বেগম, মোছা: শাহীনুর বেগম, মো: আব্দুল মালেক, মো: আলমাছ উদ্দিন, মো: জাকির হোসেন, মো: নজরুল ইসলাম, মো: ইসমাইল হোসেন ভূঁইয়া, মো: আব্দুল লতিফ, আজিজ আহমেদ, মো: বিল্লাল হোসেন, শিক্ষক প্রতিনিধি জনাব হারুন অর রশিদ, মো: ইকবাল হোসেন, মো: আব্দুল সোবাহান, পরিবার কল্যাণ পরিদর্শক সাইদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো: রেজাউল কবির, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো: শাহ আলম, এনজিও প্রতিনিধি মাহমুদা বেগম, বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াহিদ উদ্দিন, বিশিষ্ট্য ইমাম মো: মাইন উদ্দিন, স্কাউট বয়েজ প্রতিনিধি জনাব মো: আবুল কাশেম,স্কাউট গার্লস প্রতিনিধি রোকেয়া খান জুই, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি তানভীর আহমেদ মুন্না, সাংস্কৃতিক প্রতিনিধি সুমন মিয়া, আনসার প্রতিনিধি আব্দুল আজিজ, স্থানীয় দুর্যোগ বিশেষজ্ঞ হাফেজ আহমেদ , রেড ক্রিসেন্ট সোসাটি থেকে জনাব রুবেল, বিপদাপন্ন নারী প্রতিনিধি আফরুজা আক্তার এবং জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সচীব মোঃ আব্দুল জব্বার।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest