প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর:
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ১০জনই পুরুষ প্রার্থী নির্বাচনে অংশ নেয়।
এ নির্বাচনে ৪ জন পুরুষ ও একজন মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে।
এদের মধ্যে হারুন অর রশিদ ২১৪ভোট পেয়ে প্রথম, রেজাউল করিম ২০৭ ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুর রহিম বাচ্চু ১৮১
ভোট পেয়ে তৃতীয় ও মনির মিয়া ১২৫ ভোট পেয়ে চতুর্থ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫১৭ জন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারেক।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইন সহ বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest