বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না : এড. রনজিত সরকার

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না : এড. রনজিত সরকার

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নির্মান্য কান্তির সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল কন্তির সঞ্চালনায় শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসবে
উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-০১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার,

প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তনের অঙ্গরাজ্য বানানো। বঙ্গবন্ধুকে হত্যা নয় এটি রাষ্ট্র, সংবিধানকে হত্যা। তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন তা অনেকের সহ্য হয়নি। বঙ্গবন্ধু নিজে জানতেন তাকে হত্যা করা হতে পারে তবুও তিনি দমে যাননি।।কারণ, তিনি বিশ্বাস করেননি এ দেশের মানুষ তাকে হত্যা করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান তিনি।

শোক সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদ এর সদস্য এডভোকেট আব্দুল খালিক, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোস্তফা কামাল, জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ জয়, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুখন মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, বেহেলী ইউপি সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমরুল কয়েস, সাধারণ সম্পাদক হীরামন মানিক, পূজা উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক অনুপম সরকার, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের মিজবাহ