প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
ভাটির কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধার ভাতা দিতে আরও শতকোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর ভাতাখাতে ২০২২-২৩ অর্থবছরে এ টাকা বরাদ্দ দিয়েছেন। গত মঙ্গলবার এ টাকার চেক বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে পৌঁছেছে। বৃহস্পতিবার বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংকট কাটাতে অবসর বোর্ডে ১০০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ পর্যন্ত শুধু অবসর বোর্ডের জন্য মোট ১ হাজার ৫৫৭ কোটি টাকার অনুদান দিয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীরা অবসরে গিয়ে আবেদন করে সময়মতো টাকাটা পাচ্ছেন না। আমি যখন এখানে প্রথম দায়িত্বে আসি তখন একজন শিক্ষক ৫-৬ বছর পর তাদের পাওনা টাকা পেতেন। এখন সেই দুর্বিষহ যন্ত্রণা কিছুটা কমেছে, এখন ৩ বছর অপেক্ষা করতে হয়। কিন্তু তা খুব দুঃসহ পীড়ন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আমাদের বোর্ডের কয়েকবার বৈঠক হয়েছে।
সেই বৈঠকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা দেয়ার দীর্ঘসূত্রিতা কমানোর বিষয়টি কীভাবে সমাধান করা যায় তার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন, যাঁর নেতৃত্বে এ সমস্যার স্থায়ী সমাধান হবেই। যাঁর নেতৃত্বে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।
এর আগে গত ২৮ মার্চ অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন ভাতা দিতে ১ হাজার কোটি টাকা দিতে সম্মতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest