প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
সুজন তালুকদা, ছাতক প্রতিনিধি:
ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে ২০ শয্যা ট্রমা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন বলেছেন,সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই গনতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মোতাবেক এ দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল এলাকায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। একটি মহল ক্ষমতার লোভে দেশে জালাও-পোড়াও শুরু করেছে। তাদের অতীত ইতিহাস ভালো নয়। ক্ষমতায় যেতে পারলে তারা আমাদের প্রিয় মাতৃভুমিকে ধ্বংশ করে দেবে।
৩০ জুলাই রোববার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতাল মাঠে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্রী ডা. তোফায়েল আহমদ সনি ও ডা. ফাতেমাতুল জহুরার পরিচালনা এতে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বশর মোহাম্মদ খুরশিদ আলম, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, ছাতক উপজেলা আওয়ালীগের আহ্বায়ক সৈয়দ আহমদ,পৌর সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, কৃষকলীগের সভাপতি আওলাদ আলী, যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান বেলাল আহমদ।এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. শরিফুল হাসান, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, ইউএনও নূরের জামান চৌধুরী, ডা.জসিম উদ্দিন, ডা.নীলিম আহমদ, জগন্নাথপুর ডা.মধু সুধন ধর, মোশাহিদ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, আফতাব উদ্দীন, আমিরুল ইসলাম, এডভোকেট সায়াদ মিয়া,চেয়ারম্যান আবু বক্কর সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমরাজ আলী,সাবেক ছাত্র নেতা কৃপেশ চন্দ, জয়নাল আবেদীন, আমতর আলী, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার নার্স ও স্টাফ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ লীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ, কৃষকলীগ সহ অন্যান অঙ্গ সংগঠনের নেতৃীবৃন্দ উপস্থিত ছিলেন।মন্ত্রী জাহিদ মালেক আরও বলেছেন, দেশে শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থার অভুতপুর্ণ উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক পর্যায়ে পৌঁছাতে নিরলস ভাবে কাজ করে এ খাতকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নের পদক্ষেপ গ্রহন করে তা দ্রুত বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতকের কৈতকে এ ট্রমা হাসপাতাল স্থাপিত হয়েছে । সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ ধরনের একটি হাসপাতালের অতি প্রয়োজন ছিলো তা আজ বাস্তবে পরিনত হয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর প্রতি সুদৃষ্টি রেখেছেন তাইতো দেশে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সিলেটের সুনামগঞ্জ বাসীকে উপহার দিয়েছেন। এই সরকারের আমলেই দেশে অভূর্তপূর্ণ উন্নয়ন হয়েছে। যার ছোঁয়া এমপি মানিক’কে ভালোবাসেন বলেই সুনামগঞ্জের ছাতকে লেগেছে।
এসময় অনুষ্ঠানে কোরআন থেকে তিলায়াত করেন ডা. মহসিন আহমদ, গীতা থেকে পাঠ করেন মনোজ চক্রবর্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে মন্ত্রী সহ আগত অতিথিবৃন্দ ফুল ও ক্র্যাস্ট দিয়ে বরণ করা হয়। মন্ত্রী সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলায় ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest