সুনামগঞ্জে ধামাইল উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

সুনামগঞ্জে ধামাইল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জে চিরাচরিত ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা শিল্প কলা একাডেমি হাসনরাজা মিলনায়তনে এই ধামাইল উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ,রয়াল ক্যাপের সহযোগিতায় উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দেবদাস চৌধুরী।
সদস্য সচিব পিকলু সরকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল আবেদীন,সিলেট বিভাগের সম্মিলিত সাংস্কৃতিক জোট সমন্বয়ক শামসুল আলম সেলিম,সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, ধামালি চুনারুঘাট সভাপতি এ্যাড. মোস্তাক বাহার,সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে,প্রয়াস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগের সাধারণ সম্পাদক গৌতুম চক্রবর্তী।
আলোচনা সভা শেষে বিভিন্ন উপজেলার ধামাইল দল গান পরিবেশন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ