সুইডেনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩

সুইডেনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেলিম আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:সুইডেনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ বুধবার (৫জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদরের আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাঠে জড়ো হয়। পরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গিয়ে সমাবেত হয়। সমাবেশে বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সুইডেন সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া ও বিতর্কিত ব্যক্তিকে শাস্তির আওতায় আনার আহ্বান জানায়। অন্যথায় মুসলিম বিশ্ব সুইডেনকে বয়কট করারও দাবি জানান। বক্তব্য রাখেন, সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, মুফতি নূর মুহাম্মাদ, মুফতি হাবিবুর রহমান কাসিমি, মুফতি মুফিদ বিন আহমদ,মুফতি রেজাউল করিম, মুফতি ইসহাক আহমদ প্রমুখ।