প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩
এম এ মান্নান, মধ্যনগর:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবিরাম বৃষ্টিতে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, ভারতের উজানের পানির প্রভাব পড়েছে জেলার নিম্ন অঞ্চলে, যার ফলে দ্রুত বাড়ছে নদী ও হাওরের পানি । অতি বৃষ্টির দরুন পাহাড়ি ঢলের পানি উপচে প্রবেশ করেছে নিম্ন অঞ্চলের হাওর গুলোতে,এতে বন্যার আতংকে রয়েছে মধ্যনগরবাসী। কয়েকদিন ধরে লাগাতার অতি ঘন বৃষ্টির কারণে, ভারতের মেঘালয় রাজ্যের অতিরিক্ত বৃষ্টির পানি খুবেই দাপটের সাথে দ্রুত গতিতে নেমে আসছে ঢলের পানি । উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ভারত সীমান্ত এলাকার নদী নালা উপচে,পানি প্রবেশ করেছে হাওরগুলোতে। পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতের সৃষ্টি হওয়ার কারণে সড়ক পথ ভেঙে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। যার কারনে মানুষের যাতায়াতের সড়ক তলিয়ে চলাচল বন্ধ রয়েছে। যদি এভাবে অবিরাম বৃষ্টি চলতেই থাকে, এতে করে এসব অঞ্চলের মানুষ বন্যার কবলে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এসব অঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যার আতংক, বন্যায় ঘর বাড়ি তলিয়ে যাওয়ার ভয় এখন মানুষের মনে বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest