মধ্যনগরে ৫ শতাধিক পরিবারের মধ্যে মাংসসহ মসলা বিতরণ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৩

মধ্যনগরে ৫ শতাধিক পরিবারের মধ্যে মাংসসহ মসলা বিতরণ

এম এ মান্নান,মধ্যনগর, প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আঃ আউয়াল মিসবাহ ‘র’ কোরবানির গোস্তো সহ মসলা উপকরণ গরীব ৫ শত পরিবারে বিতরণ করেছে। দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের পলমাটি গ্রামের কৃতি সন্তান আঃ আউয়াল মিসবাহ,ঈদুল আজহা উপলক্ষে ৩ টি গরু কোরবানি করে, এলাকার ৫ শত গরীব দুঃখী অসহায় পরিবারের মাঝে গোস্তো সহ বিভিন্ন জাতের মসলা বিতরণ করেছে। এলাকার এক শ্রেনীর মানুষ ঈদের গোস্তো খাওয়া অসম্ভব এমনটা ভেবে, তরুণ সংগঠক ও উদ্যোক্তা বি এন পি নেতা আঃ আউয়াল মিসবাহ’র’ উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে, ১ কেজি গোস্তো ১ কেজি পিয়াজ,১ কেজি রসুন,১ কেজি আলু, ১ লিটার তেল সহ ঈদ সামগ্রী বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে দেন। মানবিক সমাজ সেবক আঃ আউয়াল মিসবাহ প্রতিনিধিকে জানান , আমি মনে করি আমার উর্পাজনে আমার সন্তানের যেমন অধিকার আছে, আমার ভাইয়ের যেমন অধিকার আছে ঠিক তেমনি আমার এলাকাবাসীরও কম বেশি অধিকার আছে। তাই মানবিক টানেই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে তাকার চেষ্টা করছি। এছাড়াও সে আরও বলেন যে,
নব গঠিত মধ্যনগর উপজেলাবাসী যদি মনে করেন আমি তাদের যোগ্য তবে আমি তাদের খেদমতে উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচন করতে চাই। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।