নিহত দুই বোনের শোকে কাতর পরিবারের পাশে ছুটে যান ইউএনও মোঃ নুরের জামান চৌধুরী

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

নিহত দুই বোনের শোকে কাতর পরিবারের পাশে ছুটে যান ইউএনও মোঃ নুরের জামান চৌধুরী

সুজন তালুকদার:ছাতকে ডুবার পানিতে পড়ে নিহত আপন দু’বোনের পরিবারের পাশে ছাতক উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী।
২৬ জুন সোমবার দুপুরে গোসল করতে গিয়ে ডোবার পানিতে পড়ে ছোট দুই বোন তাদের বাঁচাতে এগিয়ে যায় বড় বোন এতে তাদের অবস্থাও আশংকাজনক হয়, ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেঝো কন্যা তায়িবা বেগম(০৬) ও ছোট কন্যা তানজিনা(০৪) পরিবারের চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী ডুবার পানিতে পড়ে যায়। এ সময় ছোট দু’ বোনকে উদ্ধার করতে বড় বোন তাফশিয়া বেগম(০৯) পানিতে ঝাপ দেয়। এক পর্যায়ে ৩বোন ডুবার পানিতে তলিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডকিলে কলেজ হাসপাতালে ভর্ত্তি করেন। পরে চিকিৎসাধিন অবস্থায় তায়িবা ও তানজিনার মৃত্যু ঘটে। তারা মৈশাপুর কাজি আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের ছাত্রী। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে বইছে শোকের মাতম। ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির দু’শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পরিবারের খোঁজ খবর নিতে ছুটে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ