অসহায়,দরিদ্র মানুষের জন্য বিশেষ উদ্যোগ নিন- এডভোকেট সুফি আলম সোহেল

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

অসহায়,দরিদ্র  মানুষের জন্য বিশেষ উদ্যোগ নিন- এডভোকেট সুফি আলম সোহেল

ভাটির কণ্ঠ সংবাদদাতা : ছাতকে ইসলামপুর ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় দুঃস্থ ১২১৪ টি পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি হারে ইউপি কমপ্লেক্স, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইছামতি বাজার এই তিনটি স্পটে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।গতকাল এ অনুষ্ঠানে ইউনিয়নের সদস্য রা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ১নং ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল বলেন,
চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল। ইউনিয়নের ৭ হাজার পরিবারের মধ্যে পাঁচ সহস্রাধিক পরিবারই দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত।
২০১১ সালে যখন ছাত্র জীবনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন ভিজিএফ বরাদ্দ পেতাম ২২০০/২৪০০ কিন্তু বর্তমানে পরিসংখ্যানে আমরা গোটা ছাতক দোয়ারাই ধনী হয়ে গেছি। তাই বরাদ্দ অর্ধেকে নেমে এসেছে। এটা যেন কাজীর গরু খাতায় আছে, গোঁয়ালায় নাই অবস্থা।
তিনি আরো বলেন,
সুবিধাবাদী কিছু লোকের আর্থিক অবস্থা ভাল হলেও বাস্তবে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের নিরব দুর্ভিক্ষ চলছে। তাঁরা কারো কাছে হাত পাততেও পারেন না আবার পারিপার্শ্বিক অবস্থায় দিনমজুর হিসেবে কাজও করতে পারেন না। তাঁদের জন্য সরকার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বাস্তব অবস্থা বিবেচনা করে অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দ বাড়াতে সরকারের নিকট জোর দাবী জানান।