প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩
ইসলাম মানবতার ধর্ম। তাই মুসলমানদের সব আনন্দ উৎসব মানবিক ও সর্বজনীন। ঈদের নির্মল আনন্দে ভেসে যায় মানুষের মনের সব হিংসা-বিদ্বেষ, পরিচ্ছন্ন হয়ে ওঠে অন্তরাত্মা। সমাজের নিরন্ন অসহায় মানুষ আর্থিক দৈন্য ঘুচিয়ে ঈদের আনন্দে যাতে শামিল হতে পারে সেই হউক ঈদুল আজহা। এতে সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কিছুটা হলেও লাঘব হয়।
গরিব, মিসকিন ও নিম্ন আয়ের মানুষের জন্য ইসলাম জাকাতের যেমন ব্যবস্থা করেছে, তেমনই ঈদুলআজহার সালাতের পরে কুরবানী করা প্রত্যেক সামর্থ্যবানের ওপর, যাতে যেসব মানুষ অর্থের অভাবে ঈদ আয়োজন পরিপূর্ণ করতে পারেনি, তারা যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। এ কুরবানী যেনো অন্তত একটি দিনের জন্য হলেও সমাজের ধনী-দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করে সবার জন্য একটি সুন্দর ঈদ উপহার দেয়, যার প্রভাবে মানুষ এক অনাবিল প্রশান্তি অনুভব করে। ঈদ উপলক্ষ্যে মানুষের হৃদয়ে গরিব-দুঃখীদের প্রতি সহানুভূতি সৃষ্টি ও তাদের সাহায্য করার যে সুন্দর ও পবিত্র চর্চা তৈরি হয়, তার প্রভাব যেনো থাকে বছরব্যাপী। সবার জন্য রইলো অবিরাম অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা।বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest