সুরমা নদী থেকে প্রতিবন্ধী মাইনউদ্দিনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

সুরমা নদী থেকে প্রতিবন্ধী মাইনউদ্দিনের লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদী থেকে বাক প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবন্ধী কিশোরের নাম মাইন উদ্দিন। সে উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম টেংরাটিলা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

বুধবার(২১ জুন)বিকাল ৪টার দিকে উপজেলার দোয়ারাবাজারের সুমন ধরের স্বর্ণের দোকানের পিছনে সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মাইন উদ্দিন বাক প্রতিবন্ধী ছিল।সে বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের কাজ করত ও বাজারেই থাকত। ছোটবেলা থেকে বাজারে থাকার কারনে সে সবার পরিচিত। মঙ্গলবার বিকাল পর্যন্ত তাকে বাজারে দেখা গেছে। বুধবার বিকাল ৪টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। থানার এসআই মোঃ আসলাম হোসেন মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সহ আইনগত ব্যবস্থা গ্রহন করছেন।এএসপি (সার্কেল) রনজয় মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ভয়াবহ সর্বনাশা বন্যার দুঃসময়ে কেড়ে নিল নিহত মাইন উদ্দিনের বড় ভাই সাদ্দাম ও জারিপের তাজা দুটি প্রাণ। সে সময় বজ্রপাতে স্থানীয় খাসিয়ামারা নদীতে পড়ে দুই ভাই একই সাথে মারা যান। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।