ডেঙ্গু পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক প্রশিক্ষণ দেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

ডেঙ্গু পুষ্টি ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ক প্রশিক্ষণ দেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ :সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে ডেঙ্গু, পুষ্টি, ও ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন বিষয়ে ছাত্রীদেরকে প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জুন,সকাল ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এর আয়োজনে, গাইডস জেলা কমিশনার ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে ও মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোখসানা ইয়াসমিনের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউল্লাহ, গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারন সম্পাদক সঞ্চিতা চৌধুরী,
শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম,রাজগোবিন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসমিন বেগম চৌধুরী,উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও গাইড সদস্য তাসনীম বেগম।”

এছাড়াও উক্ত স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণে হলদে পাখি দলের ছাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানাজার পান্না দে, ও মুসলিমা বেগম।
উক্ত প্রশিক্ষণে হলদে পাখি দলের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফডিল কিন্ডার গার্ডেন, সৃজন বিদ্যাপীঠ,,কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মল্লিকপুর মডেল,বিদ্যালয়,বড়ঘাট ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়,,তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান আনোয়ার রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সংক্রান্ত আরও সংবাদ