প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩
ছাতক প্রতিনিধি: ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত শাখাওয়াত হোসেন ইফতি (২৩) নামের কলেজ ছাত্র বুধবার (১৪ জুন) হাসপাতালে মৃত্যুবরণ করেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মৃত্যুবরণ করেছে। মআহত হয়েছে। ৩১ মে বুধবার বিকেলে সুরমা নদীর উত্তরপাড় গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাখাওয়াত হোসেন ইফতি।
সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুনু মিয়ার পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের ছাত্র।
স্থানীয় সূত্র জানায় তুচ্ছ বিষয় নিয়ে ২৯ মে সোমবার ছাতক সরকারী ডিগ্রি কলেজে একই ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী সাজিদ আলীর পুত্র আরাফাতের সাথে ইফতির কথা কাটা-
কাটি হয়। স্থানীয়ভাবে বিষয়টি তাৎক্ষনিক নিস্পত্তি
ও হয়।
এ ঘটনার জের ধরে (৩১ মে) বুধবার বিকেলে গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইফতি গুরুতর আহত হয়। ওই সময় তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ২ সপ্তাহ পর বুধবার (১৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন কলেজ ছাত্র শাখাওয়াত হোসেন ইফতি।হাসপাতালে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর একাধিক স্বজন। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান,এমন একটি খবর পেয়ে তিনি দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহন করেছেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest