প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের সময় নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন তিনি। বাদ মাগরিব ইউনিয়নের শরীফপুর গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে যানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। জীবদ্ধশায় তিনি বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেন গুপ্তের সহপাটি ও ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিপুল ভোটের ব্যবধানে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজ গ্রাম শরীফপুর ও ভাটিপাড়া গ্রামে বিদ্যূতায়নের ব্যবস্থাসহ এলাকার আর্থ সামাজিক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করেন। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের একজন হোমিও চিকিৎসক,সালিশী ন্যায় বিচারক ও নি:স্বার্থ সমাজসেবক হিসেবে এলাকায় তার আলাদা জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা ছিল। পৃথক পৃথক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়,যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস.এন.এম মাহমুদুর রসুল,সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম চৌধুরী ছবি,দিরাই থানা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক প্রদীপ রায়,ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ,এমপি জয়াসেন গুপ্তার একান্ত সহকারী পিন্টু এ সাংমা,আওয়ামীলীগ নেতা ছায়াদ মিয়া,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল ও ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest