প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে এক বখাটে ছেলেকে আটক ও জরিমানা করেছেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মোহন মিনজি।
জানা যায়, মঙ্গলবার সকাল নয়টায় পৌরসভার সুলতানপুর (কুরিয়ার পাড় ব্রীজ সংলগ্ন), এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইভটিজিং এর অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এনামুল করিমের ছেলে মো. ইমন ( ২০) কে আটক করা হয়। বখাটে ইমন এলাকায় এক আতঙ্কের নাম। আটককৃত মো. ইমনকে ১(এক) বছরের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মোহন মিনজি বলেন,জনস্বার্থে এই মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। সদর মডেল থানা অফিসার্স ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মো. ইমনকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest