ছাতকে কৃষকদের সাথে রৌদ্রে পুরে আমেজে ধান কাটলো ছাত্রলীগ

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

ছাতকে কৃষকদের সাথে রৌদ্রে পুরে আমেজে ধান কাটলো ছাত্রলীগ

সুজন তালুকদার: ছাতকে এবারে হাওরে ধান কাটতে শ্রমিক সংকট, ধান ঘরে তুলতে দিশেহারা কৃষক। ঈদের উৎসব ও আমেজে রৌদ্রে পুরে অসহায় কৃষকদের ধান কেটে দিলো ছাতক উপজেলা ছাত্রলীগ। ২৮ এপ্রিল শুক্রবার উপজেলার বড় হাওরের একাধিক অসহায় কৃষকদের ধান দল বেদে কেটে দেয় তারা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচি হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও বিপ্লবী সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর নির্দেশে ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপনের নেতৃত্বে সংগঠিত হয়ে মাঠে ধান ক্ষেতের ধান কাটে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে তারা। এসময় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম রাজু
উপজেলা ছাত্রলীগের সদস্য লুৎফুর রহমান লিটন, শায়েস্তা তালুকদার রবি, সাহাদত হোসেন, রহিম উদ্দীন জুহেল, সাকির আহমদ, মঈনুল হোসেন,আবু সুফিয়ান ফারাজ, সাগর চন্দ, সাজু চন্দ,নজরুল ইসলাম, রেদুয়ান হোসেন, আবুল আকসার জীবন,ইকবাল হোসেন,রাসেল আহমদ, আলমঙ্গীর হোসেন, জাকির হোসেন,ছামীর হোসেন, পিনাক দাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন বলেন কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তাই মনের আনন্দে তীব্র রৌদ্রে ঈদের আনন্দ কৃষকদের সাথে ভাগাভাগি করে নিতে আজ হাওরে ছাত্রলীগ।