প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩
সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি :
ছাতকে পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু ঘটছে। হাওরে বোরো ধান কাটতে গিয়ে এ তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে। রবিবার (২৩ এপ্রিল) সকালে এসব দুর্ঘটনা ঘটেছে। হাওরে বজ্রপাতে মৃত্যু হয়েছে জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আরশ আলী(৫৮) ও দেবের গাঁও গ্রামের হুসাম মিয়ার পুত্র মহিম মিয়া (১৫), মহিম মিয়াকে কৈতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
এদিকে একই সময়ে হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুস সামাদ (২৮)।
বজ্রপাতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক ও চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest