হাওরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা ; রনজিত সরকার

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩

হাওরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা ; রনজিত সরকার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ -১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হাওরাঞ্চলের অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন ও কৃষকের কল্যাণে বদ্ধপরিকর। আমার নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই হাওর এলাকার মানুষদের বিভিন্ন ভাতাসহ নানা প্রকল্পের মাধ্যমে গরীব–দুঃখী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই ধারবাহিকতায় ধনী–গরীবের বৈষম্য দূর করে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি আপনাদের সন্তান হিসেবে এ অঞ্চলের অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছি ।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ -১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার ।

তাহিরপুর উপজেলা আ. লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার , উপজেলা আ. লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক,মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ