ঈদ আনন্দে গানের আয়োজন করলেন সংস্কৃতি-মনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩

ঈদ আনন্দে গানের আয়োজন করলেন সংস্কৃতি-মনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের তাহিরপুরে ঈদের আনন্দ কে ভাগাভাগি করার জন্য শিল্পকলা একাডেমির সহযোগিতায় মানবিক নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় মানুষকে বিনোদন দেওয়ার জন্য সন্ধা কালিন সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়।

শনিবার সন্ধা সাতটায় তাহিরপুর মুক্ত মঞ্চে স্থানীয় এবং অতিথি শিল্পীদের গানে গানে মেতে উঠে উপজেলা চত্বর।

মুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা তাহিরপুর উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ, সৈকত হাসান,তাহিরপুর সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম, মিজানুর রহমান, প্রদিপ রায়,প্রমুখ।

নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদুল ফিতর।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আসে এই দিনটি, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ক্ষুদ্র এই আয়োজন।ঈদুল ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ