প্রায় সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পন্য সহ ০১ জন আসামি আটক

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

প্রায় সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পন্য সহ ০১ জন আসামি আটক

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার
ভারতীয় কয়লা, চিনি, ফুরোয়েট ক্রিম, ঠেলাগাড়ী জব্দ এবং ধৃত আসামী এবং পলাতক আসামী আটক করেছে বিজিবি টিম।

জানা যায়, বনগাঁও বিওপির টহল দল ১২ এপ্রিল বুধবার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের ইসলামপুর উত্তরপাড়া নামক স্থান হতে ৩,০৯৬ পিস ভারতীয় ফুরোয়েট ক্রিম,

চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ১৩১ কেজি ভারতীয় চিনি,

টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১,৬০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

চিনাকান্দি বিওপির টহল দল ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ১২৭ কেজি ভারতীয় চিনি,

টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১,৩০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি ঠেলাগাড়ী সহ ধৃত আসামি আটক,

বাংগালভিটা বিওপির টহল দল মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা নামক স্থান হতে ৬৭০ কেজি ভারতীয় চিনি,

চারাগাঁও বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য ৭ লক্ষ ৩৩ হাজার ৬৪০ – টাকা ।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় কয়লা, চিনি, ফুরোয়েট ক্রিম, ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা , ০১ জন ধৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করা এবং ০৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ