সীমান্তে ২৪ ঘন্টা অভিযানে প্রায় দশ লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

সীমান্তে ২৪ ঘন্টা অভিযানে প্রায় দশ লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় কয়লা, চিনি, শাড়ী, সুপারী, গরু, মদ এবং মটর সাইকেল জব্দ করেছে সুনামগঞ্জের ২৮- বিজিবি টিম।

জানা যায়, বাগান বাড়ী বিওপির টহল দল ১ এপ্রিল শনিবার রাতে সীমান্ত পিলার ১২২৬/৩- এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের মোকামবাড়ী নামক স্হান হতে ৮০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
একই স্হান হতে প্রায় এক ঘন্টা পর আরও ২০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৯৮/১- এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামক স্হান হতে ২৩৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
ডুলুরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/১২- এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপলা নামক স্হান হতে ১২৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
চারারগাও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৫/৫ – এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশ তলা নামক স্হান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
চিনাকান্দি বিওপির টহল দল ১২১০/৪- এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিমডোর নামক স্হান হতে ৪৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৯/৫ এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্হান হতে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৫- এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বরুংগাছড়া নামক স্হান হতে ১৩৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
আশাউড়া বিওপির টহল দল ২ এপ্রিল রবিবার সীমান্ত পিলার ১২২৩/৬- এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পা গ্রাম নামক স্হান হতে ৪৮ বোতল মদ জব্দ করে।
চারারগাও বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৯৫/২- এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্হান হতে ১৭০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
চানপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৬- এস এর নিকট থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্হান হতে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৩- এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্হান হতে ৩০০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
বাঙ্গালভিটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৩- এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কচুয়াছড়া নামক স্হান হতে ১৫০ পিস সাবান জব্দ করে।

নারায়নতলা বিওপির টহল দল ০২ এপ্রিল সীমান্ত পিলার ১২১৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ৯০ পিস ভারতীয় শাড়ী এবং ০১টি মটর সাইকেল জব্দ করে।

টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ১,৩৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

চারাগাঁও বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৯৫/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্থান হতে ৬০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

বাগানবাড়ী বিওপির টহল দল ০৩ এপ্রিল সোমবার সীমান্ত পিলার ১২২৫/৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের মোকামবাড়ি নামক স্থান হতে ০৫টি ভারতীয় গরু জব্দ করে।

চিনাকান্দি বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২১০/৮-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ১৭৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২৩০ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৭৫০ পিস ভারতীয় সুপারী জব্দ করে।

জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৯ লক্ষ ৯০ হাজার ২৫ টাকা ।

জেলার ব্যাটালিয়ন -২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় কয়লা, চিনি, শাড়ী, সুপারী, গরু এবং মটর সাইকেল শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মোশফিকুর রহমান স্বপন,

এ সংক্রান্ত আরও সংবাদ