সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ করেছে বিজিবি টিম

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩

সাড়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ করেছে বিজিবি টিম

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ১০ টি সীমান্ত এলাকায় অভিযানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মদ, কয়লা, পাথর, চিনি এবং ইঞ্জিসহ বারকী নৌকা জব্দ করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, লাউরগড় বিওপির টহল দল ২৩ মার্চ বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১২০ ঘনফুট ভারতীয় পাথর এবং ইঞ্জিনসহ ১১টি বারকী নৌকা জব্দ করে।

মাছিমপুর বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ১৩০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

একই দিনে মাছিমপুর বিওপির টহল দল পিলার ১২০৯/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ২১০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ইঞ্জিনসহ ০২টি বারকী নৌকা জব্দ করে।

চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/৬-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে।

লাউরগড় বিওপির টহল দল ২৩ মার্চ সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ১১৯ বোতল ভারতীয় মদ আটক করে।

ডুলুরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১২/৯-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের শহিদ মিনার নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে।

টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে।

বিরেন্দ্রনগর বিওপির টহল দল ২৪ মার্চ শুক্রবার সীমান্ত পিলার ১১৯৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।

একই দিনে বালিয়াঘাটা বিওপির টহল দল পিলার ১১৯৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৫ লক্ষ ,৪৮ হাজার ৮০০ টাকা।

জেলার ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, পাথর, চিনি ও ইঞ্জিসহ বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ