বিজিবি’র অভিযানে তিন লক্ষ টাকার অবৈধ পন্য আটক

প্রকাশিত: ৫:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৩

বিজিবি’র অভিযানে তিন লক্ষ টাকার অবৈধ পন্য আটক

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ৪ টি সীমান্ত এলাকায় অভিযানে প্রায় তিন লক্ষ টাকার
ভারতীয় মদ, গরু, চিনি এবং সুপারি আটক করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, পেকপাড়া বিওপির টহল দল ২০ মার্চ সোমবার সীমান্ত পিলার ১২২৮/৭-এস এর নিকট হতে আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ১,০২০ পিস ভারতীয় সুপারী আটক করে।

ডুলুরা বিওপির টহল দল ২০ মার্চ সোমবার সীমান্ত পিলার ১২১১/১২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১,৮০০ কেজি ভারতীয় চিনি আটক করে।

বাঁশতলা বিওপির টহল দল ২১ মার্চ মঙ্গলবার সীমান্ত পিলার ১২৩০/২-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে।

এবং একই দিনে চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-২ লক্ষ ৯৫ হাজার ৮০ টাকা (মাদক মূল্য ব্যতিত)।

জেলার ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং চিনি, গরু ও সুপারি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ