সুস্থ দ্বারার চলচ্চিত্র মানুষকে উৎসাহিত করে অনুপ্রাণীত করে সাহস যোগায়; ডিসি সুনামগঞ্জ

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৩

সুস্থ দ্বারার চলচ্চিত্র মানুষকে উৎসাহিত করে অনুপ্রাণীত করে সাহস যোগায়; ডিসি সুনামগঞ্জ

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ :- সুনামগঞ্জে কুড়া পক্ষীর শূণ্যে উড়া ও বীর কণ্যা প্রীতিলতা চলচ্চিত্রের শুভ উদ্বোধন করেন ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময়ে তিনি বলেন,সুস্হ, ভালো গল্প যদি হয় তাহলে মানুষকে ম্যাসেজ দেয়, উৎসাহ উদ্দীপনা দেয়। এরকম একটা চলচ্চিত্র আজ এখানে প্রদর্শনী হবে। হাওরপাড়ের মানুষদের চিত্র নিয়ে। আমার জন্য এটা ভালো হবে।

(১৯ মার্চ, রবিবার,) বিকাল চার ঘটিকার সময়, জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা উদীচীর ব্যবস্থাপনায় কুড়া পক্ষীর শূণ্যে উড়া, ও বীর কণ্যা প্রীতিলতা ” দুই দিনের চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড শামসুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে,কুড়া পক্ষীর শূণ্যে উড়া চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ কাইউম।

এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড.রোখশানা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান ইভা রায়,লেখক, আইনজীবী কল্লোল তালুকদার চপল, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী,বীর কন্যা প্রতিলতা চলচ্চিত্র অভিনেতা সুধাংশু শেখর, মহিলা কল্যান কেন্দ্রের সাধারণ সম্পাদক, দিলারা বেগম সহ প্রমুখ।
প্রথম দিনে প্রদর্শনী হলো পরিচালক মোহাম্মদ কাইয়ুম এর কুড়া পক্ষীর শূণ্যে উড়া। আগামীকাল প্রদর্শীত হবে বীর কন্যা প্রীতিলতা। বিকাল ৪ ঘটিকায় ও সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে।

এ সংক্রান্ত আরও সংবাদ