প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অজিত কুমার রায়, সাধারণ সম্পাদক সমীর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক পদে জিতেন চৌহান বিজয়ী হয়েছেন। গতকাল (১৮মার্চ) শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৫ জন ইউপি সচিব ভোট দেন। নির্বাচনের ফল অনুযায়ী সভাপতি পদে অজিত কুমার রায় পেয়েছেন ৪৬ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হোসেন পান ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সমীর কান্তি দে ৪৩ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে জীতেন চৌহান পেয়েছেন ৪৮ ভোট।
নির্বাচনের ফলাফলের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান ফেনারবাক ইউনিয়ন পরিষদের সচিব ও নব-নির্বাচিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সভাপতি অজিত কুমার রায় বলেন, যারা আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করেছেন সবার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest