প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে গত ২৪ ঘন্টায় প্রায় আড়াই লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ করেছে ২৮- বিজিবি টিম।
জব্দকৃত এসব পন্যের মধ্যে রয়েছে,
মদ,বিয়ার,কয়লা,চিনি,পাথর,ঠেলাগাড়ি, মেহেদী ও দেশী মাছ।
জানা যায়, ২৪ ঘন্টার বিভিন্ন সময় অভিযানে চানপুর বিওপি,বাঁশতলা বিওপি,টেকেরঘাট বিওপি,মাছিমপুর বিওপি,লাউরগড় বিওপি,আশাউড়া বিওপি,মাঠগাও বিওপি,বাংগালভিটা বিওপি,বিরেন্দ্রনগর বিওপি,ডলুরা বিওপি,চারারগাও বিওপি,চিনাকান্দি বিওপি,বালিয়ারঘাটা বিওপি এবং বনগাও বিওপি এলাকা থেকে এসব পন্য আটক করা হয়।
আটককৃত এসব পন্যের মোটমূল্য ২ লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা।
জেলা ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, মদ,বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা,চিনি,পাথর,মাছ,ঠেলাগাড়ি ও মেহেদী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest