প্রধানমন্ত্রীর কাছ থেকে ছাতকের সাবেক ইউএনও কন্যা নূহা’র পুরস্কার গ্রহণ

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

প্রধানমন্ত্রীর কাছ থেকে ছাতকের সাবেক ইউএনও কন্যা নূহা’র পুরস্কার গ্রহণ

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট হতে পুরস্কার গ্রহণ করেছে,ছাতকের সাবেক ইউএনও গোলাম কবিরের কন্যা রুকাইয়া কাওরীন নূহা।
সে গোপালগঞ্জ মালেকা একাডেমির চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
সে প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। পরবর্তীতে সে প্রধানমন্ত্রীর সম্মুখে নৃত্য পরিবেশন করে। সে
মালেকা একাডেমি’র সুনাম ও জন্মদাতা পিতা মাতার মুখে হাসি ফুটিয়েছে। তার এ সুনামে মালেকা একাডেমি প্রতিষ্ঠাতা,
শিক্ষক শিক্ষার্থী আনন্দিত।
নূহার পিতা গোলাম কবির ছিলেন ছাতকের সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে গোলাপগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক। মাতা রুপালি ব্যাংকের উর্ধ্বতন ককর্মকর্তা। নূহা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়।

এ সংক্রান্ত আরও সংবাদ