শান্তিগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

শান্তিগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ সভাপতি তহুর আলী, সহকারী কমিশনার ( ভূমি) সকিনা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, প্রেসক্লাব সভাপতি সামিউল কবীর,
সহ শিক্ষকবৃন্দ।
আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ