তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৩, আটক ৪

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৩, আটক ৪

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুরে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিকভাবে ইউপি সদস্য সহ ৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতদের পক্ষে কোরবান আলী বাদী হয়ে বুধবার দুপুরে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গুরুতর আহত আরব আলী ও আব্দুল করিমকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও আহত মহিলা রাবেয়া তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হামলার ঘটনায় জড়িত সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ, আব্দুল হান্নান, শফিক মিয়া সহ চারজনকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য আব্দুস শহীদের নেতৃত্বে একই গ্রামের বাসিন্দা কোরবান আলীর বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা আরব আলী ঘর থেকে বের হলে হামলাকারীরা দেশীয় অস্ত্র লোহার সুলফি দিয়ে আরব আলীর চোখের নিচে আঘাত করে। সেই সাথে কোরবান আলীর চাচা আব্দুল করিমকে অতর্কিতভাবে লোহার অস্ত্র দিয়ে হাটুর নিচে আঘাত করে। এ সময় প্রতিবেশী মহিলা রাবেয়া বেগমকেও হামলাকারীরা মারপিট করে মাটিতে ফেলে রেখে চলে যায়।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ৪ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেয়েছি তবে এখনো পর্যন্ত কোনো মামলা নেয়া হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ