সুনামগঞ্জ বাঁধনপাড়া চুরি হওয়া স্বর্ণলংকার উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

সুনামগঞ্জ বাঁধনপাড়া চুরি হওয়া স্বর্ণলংকার উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার

ভাটির কণ্ঠ ডেস্ক : সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভাস্থ বাধনপাড়া এলাকায় “সবুজ প্রতিক” নামের ভবনের ৩য় তলার উত্তর পার্শ্বের ফ্ল্যাট বাসায় ভারাটিয়া হিসাবে বসবাসরত আবুল হোসেন তার স্ত্রীসহ ছোট শিশু বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য গত ১২/০৩/২০২৩ খ্রি. সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় বক পয়েন্টে যান। উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকা হতে রাত অনুমান ০৯:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা তার ভাড়া বাসার মেইন দরজার তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে আলমারিতে থাকা ব্যবহৃত ০১ ভরি ০৭ আনা ০৯ রতি ১৩ পয়েন্ট ওজনের স্বর্ণলংকার যার আনুমানিক মূল্য -১,৩০,০০০/-টাকা ও ০১টি Samsung স্মার্ট ফোন চুরি করিয়া নিয়া যায়। উক্ত বিষয় আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৯ তারিখ-১৩/০৩/২০২৩ খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাবিবুর রহমান ১৩/০৩/২০২৩ খ্রি. বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আসামী ১। সাদ্দাম হোসেন সরকার (৩৭), পিতা-মোঃ জালাল সরকার, সাং-চরচারতলা, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বর্তমান সাং-রতারগাঁও, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ এবং ২। মোঃ সবুজ মিয়া (৪০), পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-মথুরকান্দি, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে চুরি যাওয়া ০১ ভরি ০৫ আনা ০৯ রতি ৭ পয়েন্ট ওজনের স্বর্ণলংকার যার আনুমানিক মূল্য-১,২০,০০০/- টাকা আসামীদ্বয়ের নিকট হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।