প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩মার্চ) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, সাধারন সম্পাদক আলম সাব্বির,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যায়ালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, জেলা ছাত্রলীগ সহঃ সভাপতি রাজন চন্দ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আহছানুজ্জামান শুভন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভায় ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহন করা হয় এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest