প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে বুকে লালন করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে।
সোমবার ১৩ ই মার্চ ৩ টায় বঙ্গবন্ধু কনফারেন্স রুমে আলোচনা সভাটি অনুষ্টিত হয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান উদ দৌলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান শেখ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, সাধারন সম্পাদক আলম সাব্বির, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ, সাবেক ছাত্রলীগ সভাপতি আহছানুজ্জামান শুভন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে সরকার অঙ্গিকারবদ্ধ, হাওর এলাকায় অনেক চেলেন্জ আছে তারপরেও প্রাথমিক শিক্ষা কে এগিয়ে নিতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest