সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল এগারোটায় মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্ততিতে গতিশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের পক্ষ এক ঘন্টাব্যাপী মহড়ায় সিলিন্ডারে আগুন লাগলে নেভানো, আগুন লাগলে বা ভূমিকম্প হলে,ঘরে আগুন লাগলে আতংকিত না হয়ে নিরাপদে আগুন নিভানোর কলাকৌশল দেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),শেখ মহিউদ্দিন,সরকারি এস সি গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাশহুদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ