সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৩

সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় পন্য
মদ, কয়লা, চিনি, সুপারি, চকলেট, মেহেদী, থ্রি পিস, জুতা এবং মটর সাইকেল জব্দ করেছে ২৮- বিজিবি টিম।
জানা যায়,
বনগাঁও বিওপির টহল দল ১১ মার্চ শনিবার সীমান্ত মেইন পিলার ১২১৭ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান হতে ৫০ কেজি ভারতীয় চিনি আটক করে।

পেকপাড়া বিওপির টহল দল ১১ মার্চ সীমান্ত পিলার ১২২৯ /৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৫৪০ পিস ভারতীয় সুপারি জব্দ করে।

একই দিনে বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ২৭ কেজ ভারতীয় চিনি জব্দ করে।

ওই দিন চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৫/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

একই দিনে বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৭/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২১৩/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১২০ প্যাকেট ভারতীয় চকলেট এবং ২,৬৪০ পিস মেহেদী জব্দ করে।

টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান হতে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

আশাউড়া বিওপির টহল দল ১২ মার্চ রবিবার সীমান্ত পিলার ১২২২/৬-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে।

মাঠগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৪/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১,৬০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
বনগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের বিরামপুর নামক স্থান হতে ৩৪ পিস ভারতীয় থ্রী পিস, ৫৪ জোড়া জুতা এবং ০১টি মটর সাইকেল আটক করে।

বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৪ লক্ষ ৫৭ হাজার ২৯০ টাকা (মাদক মূল্য ব্যতিত)।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, চিনি, সুপারি, চকলেট, মেহেদী, থ্রি পিস, জুতা ও মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ